আকর্ষণীয় সবুজ রঙের ফল, ফসলের ভেতরের বিচ ফসল তোলার পরেও নরম ও কচি থাকে। গাছ প্রতি ফলন থেকে ১০-১২ টি ও ফলের গড় ওজন ১.৫ থেকে ২ কেজি। একরপ্রতি ফলন ২০ টন। বপনের ৫০ থেকে ৫৫ দিন পর ফল সংগ্রহ শুরু করা যায়। ফল সবুজ ও নলাকার আকৃতির, ফসলের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ফলের আকার আকৃতি একই থাকে। উচ্চ তাপমাত্রাতেও পুরুষ ও স্ত্রী ফুলের সংখ্যা সমান থাকে। গাছের গোড়া ফেটে আঠা বের হয় না । পাউডারি মিলডিউ ও ডাউনি মিলডিউ রোগ প্রতিরোধী।